অসমের রাজনীতিতে প্রবেশ ঘটতে পারে এআইএমআইএম–এর, ইঙ্গিত আজমলের
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : অসমের রাজনীতিতে প্রবেশ ঘটতে পারে আসাদুদ্দিন ওয়াইসির! এর অন্তরালে আছে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল। যে এআইইউডিএফ বিগতদিনে ‘একলা চলো’ নীতিতেই বিশ্বাসী বলে পরিচিত ছিল, সেই দলের সভাপতি বদরুদ্দিন আজমল এখন জানিয়েছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম–এর সঙ্গে জোট গড়তে তিনি প্রস্তুত। অর্থাৎ আগামি নির্বাচনে প্রথমবারের মতো…
