দোকানের ভেতরে ঢুকে গেল বেলোনো, বড়ধরনের ঘটনা থেকে রক্ষা
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কাটিগড়া চৌরঙ্গী-ত্রিনখাল সংযোগী পূর্ত সড়কের করইকান্দি চৌমাথায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে, এতে দুর্ঘটনাগ্রস্ত বেলোনো গাড়ি ও একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাতজুরে প্রাণরক্ষা হয় অপ্রাপ্তবয়স্ক চালক। আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, একটি বেলোনো গাড়ি চৌরঙ্গী থেকে ত্রিনখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা…