রামরাজ্যের অনুপ্রেরণায় তৈরি হবে বিকশিত ভারত : প্রধানমন্ত্রী
২৫ নভেম্বর : রামরাজ্যের অনুপ্রেরণায় তৈরি হবে ‘বিকশিত ভারত’! অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে মঙ্গলবার ধ্বজারোহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, ‘একটি বিকশিত ভারত গড়ে তুলতে হলে, আমাদের সমাজের এই সম্মিলিত শক্তির প্রয়োজন। আমি খুবই খুশি যে রাম মন্দিরের ঐশ্বরিক প্রাঙ্গণ ভারতের সম্মিলিত ক্ষমতার জাগরণের কেন্দ্র হয়ে উঠছে। ’ এদিন মার্গশীর্ষ মাসের শুক্ল পক্ষের…