কাছাড় ও জিরিবাম জেলায় শিশু দিবস উদযাপন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাছাড় ও জিরিবামের বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবস পালন করল আসাম রাইফেলস। শুক্রবার এ উপলক্ষে শিলচর, কদমতলা, বড়বেকরা এবং তমেংলং জেলার কাইমাই এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। শিশু দিবসের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে বিভিন্ন মনোরঞ্জনমূলক কর্মসূচির আয়োজন করা হয় আসাম…