কলিয়াবর সোনারী শাখা চা-বাগানে অখিল গগৈয়ের মন্তব্যের প্রতিবাদ, প্রবেশ নিষিদ্ধ ঘোষণা
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : নগাঁও জেলার কলিয়াবরের সোনারী শাখা চা-বাগানে মঙ্গলবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। চা শ্রমিকরা “অখিল গগৈ মুর্দাবাদ” স্লোগান তুলে বিক্ষোভে সরব হন। বিধানসভায় চা শ্রমিকদের ভূমি পট্টা প্রদানের বিষয়ে অখিল গগৈয়ের মন্তব্যকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসম্ভব অসন্তোষ দেখা দেয়। মন্তব্যের পরপরই নগাঁও জেলার প্রায় সব চা- বাগানেই অখিল গগৈয়ের প্রবেশ…