তীব্র সৌর বিকিরণ! বিশ্বজুড়ে বিমান পরিষেবায় প্রভাব, বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া সহ তিন সংস্থা
২৯ নভেম্বর : বড়সড়ো দুর্ভোগের মুখে পড়তে চলেছেন বিমান যাত্রীরা। বিশ্বজুড়ে তৈরি হল এক বিমান বিপর্যয়। ইউরোপীয় বিমান সংস্থার হিসেব বলছে, বর্তমানে আকাশে উড়ছে এমন প্রায় ৬ হাজার A320 বিমানেই থাকতে পারে সফটওয়্যারজনিত ত্রুটি! ত্রুটির উৎস নাকি সূর্যের অস্বাভাবিক তীব্র বিকিরণ। দেশজুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায় (Flight Disruption)। বিবৃতি দিয়ে জানাল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো…