গুয়াহাটিতে ১০৮ অ্যাম্বুলেন্স কৰ্মীদের আন্দোলন দ্বিতীয় দিনেও জারি
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরীর চচল ধরনাস্থলে ন্যায্য দাবির ভিত্তিতে দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন ১০৮ এম্বুলেন্স পরিষেবার একাংশ চালক ও কর্মী। সম্প্রতি জিভিকে–ইএমআর সংস্থা আন্দোলনরত কর্মীদের তৎক্ষণাত কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করে स्पष्ट জানিয়ে দেয়—দ্রুত কাজে ফিরতে না চাইলে তাঁদের স্থানে নতুন কর্মী নিয়োগ করা হবে। তবে এই নির্দেশ উপেক্ষা করেই…