রাজ্যে ‘স্বচ্ছতা হি সেবা’র ক্ষেত্রে প্রথম হাইলাকান্দি
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : হাইলাকান্দি জেলা স্বচ্ছতার ক্ষেত্রে রাজ্য স্তরের দুইটি পুরস্কার লাভ করল। ‘স্বচ্ছতা হি সেবা’র ক্ষেত্রে রাজ্য স্তরের প্রথম পুরস্কার এবং ব্যক্তিগত শৌচালয় (ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন) নির্মাণের জন্য সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে রাজ্যের মধ্যে দ্বিতীয় পুরস্কার লাভ করল। সোমবার গুয়াহাটির শংকরদেব কলা ক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে রাজ্য স্তরের এই দুইটি পুরস্কার গ্রহণ করেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে।
উল্লেখ্য হাইলাকান্দি জেলায় স্বচ্ছতার ক্ষেত্রে অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি কমিউনিটি পার্টিসিপেশন হওয়ায় ২০২৩ সালের জন্য এই জেলাকে সেরা হিসাবে বাছাই করে রাজ্য স্তরের প্রথম পুরস্কারে ভূষিত করা হলো। পাশাপাশি ব্যক্তিগত শৌচালয় নির্মাণে সুবিধা প্রাপকদের একাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সবচেয়ে বেশি তুলে দেওয়ায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রেও রাজ্যের মধ্যে দ্বিতীয় পুরস্কারে ভূষিত করা হলো হাইলাকান্দি জেলাকে। পুরস্কার হিসেবে দুটি প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে।জেলা আয়ুক্তের নেতৃত্বাধীন ডিস্ট্রিক্ট ওয়াটার এন্ড সেনিটেশন কমিটির প্রধান হয়ে এই দুটি পুরস্কারই সোমবার মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে।
প্রতিবেদন : জনসংযোগ হাইলাকান্দি।