আয়নাখাল চা বাগান এলাকায় ভোটার সচেতনতায় এসভিইইপি সেলের
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর এবার জনগণের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে। আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পর্বকে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ।
মঙ্গলবার হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগন সহ পার্শবর্তী পাহাড়ি এলাকায় বসবাস কারী জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে। এদিন এসভিইইপি সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক বিশাল দল জেলার আয়নাখাল চা বাগানের বিভিন্ন সেকশন সহ পার্শবর্তী পাহাড়ি এলাকায় উপস্থিত হয়ে ভোটারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৬ এপ্রিল সবাইকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান। বিশেষ করে নতুন ভোটার, মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানান পূজাআদাওয়ালগপু সহ শংকর চৌধুরী, সৌমকান্তি ভট্টাচার্য, রফি আহমেদ মজুমদার, কয়েস আহমেদ বড়ভূইয়া, বিপ্লব দাস, রাহুল পাল, নরুল হক প্রমুখ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু।