সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি সম্পন্ন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : আদর্শ ও চরিত্র গঠনের উপর জোর দিয়ে সম্পন্ন হল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনি হিফজুল কোরান হাফিজিয়া মাদ্রাসার ২৪তম বার্ষিক অধিবেশন উপলক্ষে দ্বীনি সমাবেশ। মওলানা আলিম উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চলে এই অধিবেশন। ১৩ জন কোরানে হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন সমাবেশের প্রধান অতিথি ইউপির মওলানা মুজ্জামিল আলি ও বিশেষ অতিথি মওলানা মুফতি মহবুবুল আলম আলকাসিমি। বিদায়ী গজল পরিবেশন করেন হাফিজ সালেহ আহমেদ। কোরান তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক কারী আবিদ হোসেন তাপাদার। অধিবেশনে সাম্য ও ভ্রাতৃত্বের বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা মওলানা মুফতি মহবুবুল আলম। সৎ ও আদর্শনিষ্ঠায় মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল আলকাসিমি। মাদ্রাসার পরিকাঠামোর উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন মওলানা সালেহ আহমদ, মওলানা আখতার হোসেন আনসারি, মওলানা সলমান আহমেদ, এইচএম আমির হোসেন, মওলানা মজির উদ্দিন প্রমুখ। মাদ্রাসার আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি নজরুল ইসলাম চৌধুরী ও প্রধান শিক্ষক মওলানা আলতাফ হোসেন। সনদপ্রাপ্ত ১৩ জন ছাত্রের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি সম্পন্ন

বিদায়ী ছাত্ররা হলেন ওয়াসিম আহমেদ, রেহান উদ্দিন, সাহান হোসেন, রাহিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইদুর রহমান, মহবুব হাসান, আবু তালহা, আইনুল হক, জুনাইদ আহমেদ, জাহিদ হোসেন, সালেহ আহমেদ ও আসরাফ হোসেন। অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান তালুকদার, দেওয়ান আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রকিব চৌধুরী, ইমদাদুর রহমান চৌধুরী, জান্নাতুল হক চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, মওলানা নাজিম উদ্দিন, ফয়সল আহমেদ চৌধুরী প্রমুখ।

সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি সম্পন্ন

Author

Spread the News