মনাছড়ায় বাঁদরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ
পিএনসি, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ মে : হাইলাকান্দি থেকে ৭ কিলোমিটার দূরে মনাছড়ায় এলাকাবাসী বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাঁদরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। বাঁদরগুলো যে কেবল মাঠের সবজিই নষ্ট করছে এমন নয়, মানুষের বাড়িতে ঢুকে হাঁড়ি-পাতিলে রাখা রান্না করা খাবার জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে। মনাছড়ার বাসিন্দারা বাঁদরদের হাত থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে কাতর আবেদন জানিয়েছেন।
