প্রধানমন্ত্রীর বাসভবনের উপর উড়ল সন্দেহজনক ড্রোন

৩ জুলাই : সাতসকালেই আতঙ্কে কাঁপল দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবনের উপর, সন্দেহজনক ড্রোন দেখায় আতঙ্ক সৃষ্টি হয়। ‘নো ফ্লাইং জোন’-এ (No Flying Zone) হঠাত্‍ কীসের এমন আনাগোনা? ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি পুলিশে ফোন করে এসপিজি।

এরপর দিল্লি পুলিশ তদন্তে নেমে জানাল ‘কিছুই পাওয়া যায়নি’। স্পেশাল প্রোটেকশন গ্রুপের তরফে নো-ফ্লাই জোনে ড্রোন দেখতে পেয়ে দিল্লি পুলিশকে সতর্ক করা হয়। এরপরই তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের বিশেষ দল। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছে, ‘চিরুনি তল্লাশির পর ও কিছুই পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী মোদির বাসভবনের ওপর দিয়ে উড়ে গেল ড্রোন। এসপিজির তরফে এমন অভিযোগ পেয়েই তদন্তে নামে দিল্লি পুলিশ। জানা গিয়েছে সোমবার ভোর ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন এসপিজি দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম। যদিও তদন্তে নেমে সন্দেহজনক কোন বস্তুরই হদিশ পায় নি দিল্লি পুলিশ।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সোমবার  ভোর ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন এসপিজি দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ড্রোনটি আর দেখা যাচ্ছে না। পিএম হাউস নো ফ্লাইং জোনের আওতায় রয়েছে। নো ফ্লাইং জোনে কারা ড্রোনটি উড়িয়েছিল বা কীভাবে এই ড্রোন এই এলাকায় এল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Author

Spread the News