সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন স্থগিত
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : পুরসভা আধিকারিকের আশ্বাস পেয়ে ৭২ ঘণ্টার অনশন ধর্মঘটকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রতিমাসে নিয়মিত বেতন প্রদান ও অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা সহ বিভিন্ন দাবি নিয়ে ৭২ঘণ্টার অনশন ধর্মঘটে বসেছিলেন অসম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুক্রবার শিলচর পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাস পেয়ে অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আগামী ১০ ডিসেম্বর জেলা আয়ুক্তের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কর্মচারীদের যাবতীয় দাবি ও সমস্যা সুরাহার প্রশ্নে ১০০ শতাংশ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। ফলে অ্যাসোসিয়েশন তাঁদের কর্মসূচিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বাস ভঙ্গের অপরাধে পৌরসভা কর্তৃপক্ষ অপরাধী হবেন না বলে এদিন আশা প্রকাশ করেছেন তাঁরা। অনশন চলাকালীন জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা শ্রম আয়ুক্তের তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এদিন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালও অনশনরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়ে তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মচারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজেপি জেলা সভাপতি তাঁদের জল পান করিয়ে অনশন ভঙ্গ করেন।