৪টি আসনে এককভাবে লড়ব এবং জয়ী হব : সুস্মিতা

বরাক তরঙ্গ, ৬ মার্চ : লোকসভা নির্বাচনে অসমের ১৪ টা কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলসমূহ একত্রিতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যদিও নির্বাচনী সময় এগিয়ে আসতে বিরোধীর মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে পড়ছে। প্রথমে আম আদমি পার্টি দিল্লিতে অসমের গুয়াহাটি, তেজপুর এবং ডিব্রুগড়ের এই তিনটি আসনের লড়ার জন্য প্রার্থীর নাম ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেস চারটি আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করতে প্রস্তুতি নিচ্ছে।

ইতিমধ্যে রাজ্য তৃণমূল নেতৃত্ব প্রার্থীদের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছে।  আসামের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দেশও দিয়েছেন দল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।   অন্যদিকে ভূপেন বরা শেষ মুহূর্ত পর্যন্ত বিরোধী জোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছিলেন ভূপেন বরা। কিন্তু বিরোধী জোটের মধ্যে ফাটল স্পষ্ট বিরাজ করছে। অবশ্য তৃণমূল কংগ্রেস আসামে বিরোধী জোটের বিভাজনের জন্য কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে দায়ী করছে।

অসমে বিরোধী মিত্রতা ভঙ্গ করে ৪টি আসনে নিজে থেকে প্রার্থী দেওয়া প্রসঙ্গে সাংসদ সুস্মিতা দেব বলেন, “আমরা জোট ভাঙিনি, ভূপেন বরা ভেঙেছেন। আমরা চারটি আসন চেয়েছিলাম। এখন আমরা ৪টি আসনে এককভাবে নির্বাচনে লড়ব এবং একাই জয়ী হব। আমরা প্রার্থীদের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। তিনি আমাদের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছেন। আমরা ভোট ভাগ করি না। ভোট ভাগ করা হলে আমরা ১১টি আসনে প্রার্থী দিতাম। এখন আমরা প্রধান বিরোধী দল হতে যাচ্ছি। আমরা লড়াই করে জিতব।

Author

Spread the News