সুস্মিতা বর্তমানে অপ্রাসঙ্গিক, সাজু বিজেপির লোক বলল কংগ্রেস
‘গ্যারান্টি কার্ড’ তুলে ধরল শিলচর জেলা কংগ্রেস___
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : দলের ‘গ্যারান্টি কার্ড’ জেলাস্তরে আনুষ্ঠানিকভাবে তুলে ধরল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করে গ্যারান্টি কার্ডের কথা তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে পাঁচটি ন্যায়ের উপর জোর দিয়ে নেতা রাহুল গান্ধী দলের গ্যারান্টি কার্ড প্রকাশিত করেছেন। দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায়, শ্রমিকের ন্যায় ও অংশীদারত্বের ন্যায় দেশের জনগণের স্বার্থে উৎসর্গিত করবে। দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে জনগণকে সহায়ক হওয়ার আহ্বান জানান অভিজিৎ পাল।
তিনি সরাসরি সাংসদ সুস্মিতা দেবকে আক্রমণ করে বলেন, আজকের দিনে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন সুস্মিতা। যেদিন তিনি তৃণমূলে যোগদান করেছেন সেদিন থেকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। সেইমতে সুস্মিতার রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করছে না কংগ্রেস দল। সুস্মিতা দেবকে দলের হয়ে আগামীতে নিজের পাড়া থেকে পুরসভা নির্বাচন জিতে আসার চ্যালেঞ্জ দিয়েছেন কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।
এদিকে, শাসক দল বিজেপির সমালোচনা করতে গিয়ে অভিজিৎ বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে শাসক দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফটো লাগিয়ে কাছাড়ের বিভিন্ন স্থানে অরুণোদয় প্রকল্পের কার্ড বিলি করার বিষয়টি নিয়ে শীঘ্রই জেনারেল অবসারভারকে নালিশ জানাবে দল। এ ছাড়া সম্মেলনে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)কেও একহাত নিয়েছে শিলচর জেলা কংগ্রেস। কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, কাছাড়ে এআইইউডিএফের কোন অস্তিত্বই নেই। এই দলটি শতকরা ১০০ ভাগ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। সোনাইর বর্তমান বিধায়ক করিম উদ্দিন তো বিজেপির বিধায়ক। ২৬ এপ্রিল সাধারণ নির্বাচনে তা ইভিএমে প্রমাণিত হবে বলে দাবি করেছেন আমিনুল হক।
সম্মেলনে বিভিন্ন ইস্যুতে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে তুলোধুনো করেছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায়, এম শান্তিকুমার সিংহ, সুজন দত্ত, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও রণধীর দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।