শুরু হল সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেট

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুশীল চৌধুরী ও মিরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজমানি এ ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট শুরু হল বুধবার। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উধারবন্দ টেবিল টেনিস ক্লাব ১ রানের উত্তেজনাপূর্ণ জয় লাভ করে ইটখলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। প্রথমে ব্যাটিং করে টেবিল টেনিস ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রান তোলে। তাদের তিনজন ব্যাটার অর্ধশতরান করেন। তবে শেষদিকে মোনাজুল হুসেনের ৩১ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবিচ্ছিন্ন দশম উইকেটের জুটিতে সুরজ কুমার রায়কে নিয়ে ৬১ রান তোলেন তিনি। এর আগে ওপেনার আজহারুল ইসলাম বড়লস্কর সর্বোচ্চ ৬১ রান করেন। ৫৩ রান করেন ধ্রুবজ্যোতি রায়।  ইটখলার নেহাল শেঠিয়া  ৪ উইকেট নেন।

জবাবি ব্যাটিংয়ে ইটখলার পার্থ দেবনাথ অর্ধশতরান করেন। ৬৬ রান করেন তিনি। এছাড়াও ভালরান পেয়েছেন আমানত আহমদ ২৯, আশরাফুল আলম লম্বর ২৮, সন্দীপন দেব ২৭। শেষদিকে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে ইটখলাকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন মারিয়াস ডিখার। তবে শেষরক্ষা হয়নি। ৭ উইকেটে ২৫১ রানে থেমে যায় ইটখলা স্পোর্টিং ইনিংস।

এদিন সকালে উদ্বোধনী পর্বে  ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তৈমুর রাজা চৌধুরী‌, শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, তিন সহসচিব অরিজিৎ গুপ্ত, দেবাশিস সোম ও অজয় কুমার রায় সহ স্পনসর পরিবারের তিন সদস্য আইনজীবী সৌমেন চৌধুরী ও সুদীপ্তা চৌধুরী ও অধ্যাপক সৌমিত্র চৌধুরী।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News