দিল্লিতে সবুজ বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা বহাল সুপ্রিম কোর্টের

২২ সেপ্টেম্বর : দিল্লিতে দীপাবলিতে সবুজ বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেটাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। দিল্লি সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বাজি প্রস্তুতকারক সংগঠন। তাঁদের পক্ষ নিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মনোজ তিওয়ারিও। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি এমএম সুন্দ্রেশ শুক্রবার জানিয়ে দেন, বেরিয়াম দিয়ে তৈরি বাজিও দিল্লিতে ফাটানো যাবে না।

প্রসঙ্গত, দিল্লিতে দূষণ মাত্রা ছাড়িয়েছে। দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে বেশি দূষণ রাজধানীতে। ২০১৮ সালে বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সবুজ বাজি ফাটানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যে শুধু দিল্লিতেই মাত্রাছাড়া দূষণ, তা নয়, দেশের অন্য শহরগুলিতেও দূষণ অনেকটাই বেশি। সেক্ষেত্রে অন্যান্য জায়গায় কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।

Author

Spread the News