চন্দ্রবাবুর জামিন খারিজ সুপ্রিম কোর্টের

৩ অক্টোবর : ৩৭১ কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন তেলেগু দেশম পার্টির এই নেতা। তাঁর জেল হেফাজতের মেয়াদ আরও ৬ দিন বাড়ানো হয়েছে। ৯ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি সুপ্রিম কোর্টে পেশের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতগিকে নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।

স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর বাতিলের দাবিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আবেদন করেছিলেন চন্দ্রবাবু। কিন্তু সেখানে সুরাহা মেলেনি। তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এক্ষেত্রে আদালতের যুক্তি ছিল, তদন্ত যখন শেষ পর্যায়ে, তখন এই মামলায় হস্তক্ষেপ করা যায় না। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টিডিপি সুপ্রিমো। এদিন স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারিতে চন্দ্রবাবু নাইডুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Author

Spread the News