২৫ নভেম্বর : সোনালি খাতুন নামে এক গর্ভবতী মহিলাকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছিল। বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরিবর্তীতে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘বাংলাদেশি’ বলে আখ্যা দেওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখতে হবে।
বাংলাদেশি আখ্যা দিয়ে সোনালিকে ওপার বাংলায় পুশব্যাক করার পর প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ সেই সোনালি খাতুনকে অবিলম্বে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে।
সেই মামলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বক্তব্য, “কেউ বাংলাদেশ থেকে বেআইনিভাবে এলে আপনাদের নির্বাসন দেওয়া যুক্তিযুক্ত। তাতে কারও আপত্তি নেই। কিন্তু কেউ যদি তথ্য তুলে ধরে প্রকাশ করেন, যে তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বড় হয়েছেন, তাহলে তাঁর অধিকার রক্ষা করতে হবে।“ এদিন নথির ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করা যেতে পারে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার, ১ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


