অনিল আম্বানিকে নোটিশ সুপ্রিম কোর্টের

১৮ নভেম্বর : ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত মামলায় রিলায়্যান্স কমিউনিকেশনস গোষ্ঠীর কর্ণধার অনিল আম্বানিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে ইডি (ED), সিবিআই (CBI) এবং কেন্দ্রীয় সরকারকেও। ব্যাঙ্ক প্রতারণা মামলায় আদালতের নজরদারিতে তদন্তের আর্জিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ওই মামলায় অনিল, ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে জবার তলব করেছে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ।

প্রসঙ্গত, অনিলের সংস্থার বিরুদ্ধে ৩০০০ কোটি টাকা ঋণে বেনিয়মের অভিযোগে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। কিন্তু এই তদন্ত যাতে আদালতের নজরদারিতে চলে, সেই আবেদন জানান কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা ইএএস শর্মা। তাঁর আইনজীবীর দাবি, তদন্তকারী আধিকারিকরা সংশ্লিষ্ট ব্যাংক এবং ব্যাংক কর্তাদের জড়িত থাকার অভিযোগের তদন্ত চালাচ্ছে না। সেই কারণেই আদালতের নজরদারিতে এই তদন্ত চলা প্রয়োজন। আদালত যাতে সিবিআই এবং ইডির থেকে এ বিষয়ে তদন্তের স্টেটাস রিপোর্ট চায়, সেই আবেদনও জানান মামলাকারী।

এদিন প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠলে আদালত সব পক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয়। তিন সপ্তাহ পরে মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তার মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে জবাব দিতে বলেছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *