করিমগঞ্জে বিজেপিকে সমর্থন আমদানি রপ্তানিকারক সংস্থার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে সমর্থন জানালো জেলা আমদানি রপ্তানিকারক সংস্থা। করিমগঞ্জ জেলা আমদানি রফতানি সংস্থার সদস্যদের মধ্যে এআইইউডিএফ-কংগ্রেস-বিজেপির সমর্থক রয়েছেন। কিন্তু উন্নয়নের স্বার্থে সবাই এক মঞ্চে আসার সিদ্ধান্ত নেন। আমদানি রপ্তানি মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। বিজেপি সরকার থাকছে সেটা প্রায় নিশ্চিত। বিজেপি সরকারে থাকলে করিমগঞ্জ সহ দেশের অন্যান্য পোর্টে বাণিজ্যের মাত্রা বৃদ্ধি পাবে এতে লাভবান হবেন আমদানি রফতানি ব্যবসার সঙ্গে জড়িত থাকা সদস্যরা। তাই উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন !

বিজেপি বিরোধী অন্যান্য দলের সদস্যরা। বিজেপিকে ভোট দেওয়ার প্রসঙ্গে আমদানি রপ্তানি সংস্থার সদস্যরা দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমদানি রপ্তানি সংস্থার সদস্যরা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নের
জন্য কাজ করে যাচ্ছেন। এবারের লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের  বিজেপিতে ভোট দেওয়ার যে আবেদন জানিয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে আমদানি রফতানি সংস্থা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে সমর্থন জানিয়েছে।

করিমগঞ্জে বিজেপিকে সমর্থন আমদানি রপ্তানিকারক সংস্থার

সংগঠনের সব সদস্য এক সিদ্ধান্তে উপনীত হওয়ায় পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়। বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। সংস্থা এবারের নির্বাচনে বিজেপিকে সমর্থন করছে তাও জানানো হয়। সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন সেই কথা জানান। জেলা আমদানি রপ্তানি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সংস্থার সদস্যরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। আব্দুল ওয়াহিদ, শিবাজী চোধুরী, আবজল হোসেন, অজয় দেব, তাজ উদ্দিন, রাতুল দাস প্রমুখ সাংবাদিকদের সামনে সমর্থনের কথা জানিয়েছেন।

Author

Spread the News