ইজরায়েলকে সমর্থন, কোকা-কোলা ও নেসলের পণ্য নিষিদ্ধ তরস্কে

৯ নভেম্বর : গাজায় সংঘাত চলার মধ্যে ইজরায়েলকে সমর্থন দেওয়ার জেরে বিশ্বখ্যাত কোম্পানি কোকা-কোলা এবং নেসলের পণ্য ও পার্লামেন্ট ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক।

সরকারি এক বিবৃতিতে একথা জানানো হয়েছে এবং একজন কর্মকর্তা এ দুই কোম্পানির নাম বলেছেন। তবে কোম্পানি দুটো থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি বলেছে, “ইজরায়েলকে সমর্থন দেওয়া কোম্পানিগুলোর পণ্য পার্লামেন্ট এলাকার রেস্তোঁরা, ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানগুলোতেও বিক্রি করা হবে না।” তবে বিবৃতিতে নিষিদ্ধ কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, পার্লামেন্ট স্পিকার নুমান কুতুলমুস এমন সিদ্ধান্ত নিয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং নিরীহ মানুষ হত্যার পরও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছে যেসব কোম্পানি, তাদের পণ্য বয়কট করা নিয়ে গণমানুষের ভাবাবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার।

তুরস্কের পার্লামেন্টেরই একজন কর্মকর্তা পরে জানিয়েছেন, খাবারের মেন্যু থেকে সরানো হয়েছে কোকা-কোলা কোমল পানীয় এবং নেসলের ইন্সট্যান্ট কফি। ইজরায়েলকে সমর্থন দেওয়ার কারণে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক জনরোষের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোকা কোলা এবং নেসলে কীভাবে ইজরয়েলের যুদ্ধে সমর্থন দিয়েছে তা তুর্কি পার্লামেন্টের বিবৃতি কিংবা কর্মকর্তার বক্তব্য কোনওটাতেই উল্লেখ নেই। গত মাসে নেসলে ‘পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইসরায়েলে তাদের পণ্য উৎপাদন কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছিল।

Author

Spread the News