সোনাই প্রিমিয়ার লিগে জয়ী সুপার কিংস ও দৃষ্টি

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি  প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগ বৃহস্পতিবার দু’টি ম্যাচে জিতল এমএম সুপার কিংস ও দৃষ্টি সোনাই। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত প্রথম ম্যাচে এমএম সুপার কিংস ৯ উইকেটে  হারায় বুন্দ ইলেভেন স্টারকে। টসে জিতে বুন্দ ইলেভেন স্টার প্রথম ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৯  রান সংগ্রহ করে। দলের হয়ে মুন্না লস্কর  সর্বোচ্চ ৩৯ রান, ইমরান আহমেদ ২৯ রান, আলআমান মজুমদার ১৫ রান  করেন। এমএম সুপার কিংস এর  হয়ে সাহিদ চৌধুরী (হিরামণি) ৫টি, তারা মজুমদার ৪টি ও সাহার বড়ভূইয়া ১টি করে উইকেট পান। ১১০ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এমএম সুপার কিংস ১২.৫ ওভারে ফারহাত সাহিল মজুমদারের উইকেট হারিয়ে ১১৩ রান তুলে নেয়। এমএম সুপার কিংস  এর হয়ে তারা মজুমদার সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়াও ভাল রান পান মোহাম্মদ জাহিদ আহমেদ ২১ রান করেন। বুন্দ ইলেভেন স্টার এর মুন্না লস্কর ১টি উইকেট তুলে নেন। এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এমএম সুপার কিংস এর  তারা  মজুমদার। তার হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস(রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি  তুলে দেন আব্দুল জলিল আহমেদ।

এদিন অপর ম্যাচে দৃষ্টি সোনাই ৬৯ রানে  হারিয়েছে ইলেভেন ফাইটারকে। টস জিতে ফাইটার  দৃষ্টিকে প্রথম ব্যাটিংয়ে পাঠায়। দৃষ্টি প্রথম ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৮  রান সংগ্রহ করে। দৃষ্টির হয়ে সর্বোচ্ছ রান করেন আজাদ হোসেন অপ্পু ২৭ রান, আজাদ লস্কর ১৯ রান, মাহমুদ লস্কর ১৫ রান, মোহাম্মদ ১৫ রান  ,সাদ আমান লস্কর ১৩ রান করেন। ইলেভেন ফাইটারের হয়ে সাহিদ আহমেদ ৪টি কুতুব উদ্দিন ২টি, মাহমুদ হোসেন ২টি, খালেদ বড়ভূইয়া ১টি করে উইকেট পান। ১২৯ রানের লক্ষ মাত্র নিয়ে জবাবী ব্যাটিংয়ে নেম ইলেভেন ফাইটার ১৪.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান তুলতে সক্ষম  হয়। দলের হয়ে একমাত্র সাহা রুল (কুটি) দুই অঙ্কের রান ১২ রান করেন। আর দলের কোনও ব্যাটসমেন দুই অঙ্কে পৌছাতে পারে ননী। দৃষ্টির হয়ে রাকেশ সিংহ ৩টি, বিজয় দাস ২টি, অপ্পু আজাদ ২টি, আজাদ লস্কর ১টি উইকেট পান। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান দৃষ্টির আজাদ হোসেন অপ্পু। তাঁর হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন আসাম ক্রিকেট সংস্থার প্যানেল আম্পার মনোজকুমার দাস। শনিবার সকালে খেলবে জুবিন গর্গ ফ্যানস ক্লাব ও আশা ফাউন্ডেশন, বিকালের ম্যাচে খেলবে এমএম সুপার কিংস ও দৃষ্টি সোনাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *