বিসিসিআইয়ের আন্তঃজোন মহিলা ক্রিকেট, ভিডিও অ্যানালিস্ট শিলচরের সুনীল ছেত্রী
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : বিসিসিআইয়ের আন্তঃজোন মহিলাদের ডেইজ ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পুনেতে অনুষ্ঠিত হবে। দলে অসম থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন উমা ছেত্রী। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় আছেন রেশমি দে ও মণিকা দাস। জাতীয় দলের খেলোয়াড় দীপ্তি শর্মা, রিচা ঘোষ, সাইকা ইশাক প্রমুখ পূর্বাঞ্চল দলে রয়েছেন।
ঘোষিত দলটি এরকম দীপ্তি শর্মা (অধিনায়িকা), অশ্বীনি কুমারী (সহ অধিনায়িকা), রিচা ঘোষ (উইকেট রক্ষক), তিথাস সাধু, শাইকালশাখ, কাসিস আগরওয়াল, ধারা গুজ্জার, অনুপমা দাস, সুরভি এস রায়, দুর্গা কুমারী মুর্মু, মমতা পাশোয়ান, রিতু কুমারী, উমা ছেত্রী, রচনা সিংহ, সুশ্রী দিব্যাদর্শীনি। স্ট্যান্ডবাই: তন্ময় বিহারা, রিজু সাহা, রশ্মি দে, মণিকা দে ও রামেশ্বরী নায়ক।
উল্লেখ্য, আসরে ইস্ট জোন দলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে জায়গা পেয়েছেন শিলচরের সুনীত ছেত্রী।