তেহরানে পাকিস্তানি দূতকে তলব
১৯ জানুয়ারি : ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে, এমনকি এ অঞ্চলের বাইরে উত্তেজনা বেড়েই চলেছে। এবার তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। পাকিস্তানের ভূখণ্ডে ইরানের হামলার পর বৃহস্পতিবার পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। নজিরবিহীন এ ঘটনার পর তেহরানে পাকিস্তানি দূতকে তলব করা হয়েছে।
ইরান ও পাকিস্তান-দুই দেশের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সীমান্তে পাকিস্তানের দিকে রয়েছে বেলুচিস্তান প্রদেশ। অপর পাশে রয়েছে ইরানের সিস্তান-বেলুচিস্তান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তানে পাকিস্তানের হামলায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছে। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে প্রথম হামলা চালায় তেহরান। তাতে অন্তত দুই শিশু নিহত হয়।
পাকিস্তানের বেলুচিস্তান ও ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী নানা গোষ্ঠী সক্রিয় রয়েছে। নিজ নিজ ভূখণ্ডে এসব গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে দুই দেশই। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার পর তেহরানের পক্ষ থেকে বলা হয়, তারা পাকিস্তানি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে। এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। পাকিস্তানের কোনো নাগরিককে লক্ষ্যবস্ত করা হয়নি।