উধারবন্দেও শুরু হল গ্রীষ্মকালীন ছুটির কর্মশালা

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অসম সরকারের সংস্কৃতি বিষয়ক বিভাগ গ্রীষ্মকালীন ছুটির কর্মশালা শুরু হয়েছে উধারবন্দের দুর্গানগর নয়ারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিলচরে বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি (এনজিও) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় কর্মশালা। ১০ দিনের গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিডিও, জয়নলা হোজাই, চেয়ারম্যান সামার ক্যাম্প কমিটি, উধারবন্দ নীহাররঞ্জন নন্দী, উদরবন্দ পিএস ওসি প্রমেশ সিনহা, জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য শিবাশিস চক্রবর্তী, জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য মুকুন্দ চক্রবর্তী, স্কুলের অধ্যক্ষ ভারতী ভট্টাচার্য, রিসোর্স পারসন, মৌসুমী অধিকারী জয়দীপ চক্রবর্তী প্রমুখ।

উধারবন্দেও শুরু হল গ্রীষ্মকালীন ছুটির কর্মশালা

কর্মশালার উদ্বোধনের পাশাপাশি “প্ল্যান্ট ট্রি, সেভ লাইফ” প্রচারের জন্য সকল বিশিষ্ট ব্যক্তিরা নিমের একটি চারাকে জল দেন। সম্মানিত অতিথিরাও তাদের অনুপ্রেরণামূলক কথা দিয়ে সবাইকে আলোকিত করেন।

উধারবন্দেও শুরু হল গ্রীষ্মকালীন ছুটির কর্মশালা

বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে গৌরব চন্দ, রোমিলা ঘোষ, সুদীপ্ত দাশগুপ্ত (সমাজ কর্মী), নীলশ্রী বৈষ্ণব (সমাজকর্মী), উজ্জ্বলা শেল্টার হোমের ক্লার্ক মৌসুমী চৌধুরী এবং শ্রী প্রীতম সিনহা (সমাজকর্মী), কমলজিৎ সিনহা উপস্থিত ছিলেন।

এই কর্মশালাটি ডিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে আবৃত্তি সম্পর্কে অনেক কিছু শেখার একটি দুর্দান্ত সুযোগ যা ভবিষ্যতে তাদের অনেক সাহায্য করতে পারে বলে মত প্রকাশ করেন সবাই।

Author

Spread the News