আত্মঘাতী মহিলা জওয়ান!
৭ মার্চ : দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী এক মহিলা জওয়ান। ওই সিআইএসএফ জওয়ান দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। শুক্রবার ওই জওয়ান বিমানবন্দরের শৌচাগারে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই জওয়ান হেড কনস্টেবল পদমর্যাদার ছিলেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। প্রয়াত কিরণ নামের মহিলা জওয়ান ২০১১ ব্যাচের CISF অফিসার ছিলেন বলে জানাচ্ছে পুলিশ।
