বাংলাদেশে পাচারের পথে‌ মেঘালয় বাজেয়াপ্ত চিনি

বাংলাদেশে পাচারের পথে‌ মেঘালয় বাজেয়াপ্ত চিনি

বরাক তরঙ্গ, ২২ মার্চ : রমজান মাস চলছে, তাই বাংলাদেশে বর্তমানে চিনির প্রচুর চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশে চিনি পাচারে। পাচারের পথে বৃহস্পতিবার মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের বাংলাদেশ সীমান্তবর্তী কুলিয়াং এলাকায় বিএসএফ বাজেয়াপ্ত করেছে ২৫০০ কুইন্টাল চিনি।

বাংলাদেশে পাচারের পথে‌ মেঘালয় বাজেয়াপ্ত চিনি

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে একটি লরিতে করে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল চিনির বস্তাগুলো। লরিটি আটকে চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কালাইন থেকে নিয়ে যাচ্ছিল চিনি। তাদের উদ্দেশ্য ছিল সীমান্তে চিনি পৌঁছে দেওয়া। এরপর সেসব পাচার হতো ওপারে বাংলাদেশে।

Author

Spread the News