যাত্রীবোঝাই বিমানে হঠাৎ আগুন দক্ষিণ কোরিয়ায়
২৯ জানুয়ারি : দক্ষিণ কোরিয়ার বুসানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৯ যাত্রী এবং পাইলট-সহ সাত জন বিমানকর্মী। জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানাচ্ছে, সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল। কিন্তু সে সময় হঠাৎই বিমানের পিছনের অংশে আগুন ধরে যায়।

