মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির এক পূণ্যার্থির
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটল হাইলাকান্দি জেলার এক পূণ্যার্থির। বুধবার ভোরে মৌনি অমাবশ্যায় স্নান করার সময় পদপিষ্টের ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে একাধিক পূণ্যার্থী প্রাণ হারালেন। নিহতদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির ব্যবসায়ী নিতিরঞ্জন পাল।
তিনি হাইলাকান্দি বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী ওঁ সুইটস এর স্বত্বাধিকারী। তাঁর মৃত্যুর খবর হাইলাকান্দিতে পৌছতেই শোকের ছায়া নেমে আসে।

