হঠাৎ স্কুল বাসে আগুন, নির্মম মৃত্যু ২৫ জনের

১ অক্টোবর : মাঝ রাস্তায় আচমকাই দাউ দাউ করে জ্বলতে শুরু করে স্কুল বাসটি। যে ছবি প্রকাশ্যে আসতেই আঁতকে ওঠেন মানুষ। হঠাৎ করে আগুন লেগে গেল স্কুল বাসে (School Bus)। তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। সেতুর নীচে জ্বলন্ত বাসে আগুন নেভাতে দমকল কর্মীরা ছুটে আসেন।

জানা যাচ্ছে, থাইল্যান্ডের ওই বাসে ৪৪ জন পড়ুয়া ছিল। সেই সঙ্গে ছিলেন শিক্ষকরাও। বাসে আগুন লাগায় পরপর ২৫ জনের নির্মম মৃত্যু হয়েছে।

হঠাৎ স্কুল বাসে আগুন, নির্মম মৃত্যু ২৫ জনের
হঠাৎ স্কুল বাসে আগুন, নির্মম মৃত্যু ২৫ জনের

Author

Spread the News