জেলার প্রধান বামপন্থী দলগুলোর কাছে ভোট চাইল এসইউসিআই

জেলার প্রধান বামপন্থী দলগুলোর কাছে ভোট চাইল এসইউসিআই

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : জেলার প্রধান বামপন্থী দল যথাক্রমে সিপিআই, সিপিআই (এম), সিপিআই (এমএল) লিবারেশন, ফরোয়ার্ড ব্লক ও পিসিসিসিপি আই (এমএল) এর কাছে ভোট চাইল  এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার দলের প্রার্থী প্রভাসচন্দ্র সরকার, জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সদস্য হিল্লোল ভট্টাচার্য, দিলীপ নাথ প্রমুখ জেলার প্রধান বামপন্থী দলগুলো নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে ভোট দিতে অনুরোধ জানান।

সাক্ষাৎকারে দলের পক্ষ থেকে তাঁরা বলেন, বর্তমানে দেশে বিজেপি দলের শাসনে জনগণের নাভিশ্বাস উঠছে। মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা, নাগরিকত্বের সমস্যা ইত্যাদি সমাধানে ব্যর্থ বিজেপি সরকার দেশের গণতান্ত্রিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছে। এই অবস্থায় প্রয়োজন বামপন্থী আন্দোলনকে পুনরোজ্জীবিত করা। তাই দলের পক্ষ থেকে শিলচর আসনের সমস্ত বামপন্থী মনোভাবাপন্ন নাগরিকদের একমাত্র বামপন্থী দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকারকে সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

জেলার প্রধান বামপন্থী দলগুলোর কাছে ভোট চাইল এসইউসিআই

এ দিন শিলচর আসনের মনোনীত প্রার্থী প্রভাসচন্দ্র সরকারের নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় সভা করে চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে সাক্ষাৎ করে ভোট চাওয়া হচ্ছে। 

এ দিকে, দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, বিগত দিনে এই জেলায় বামপন্থী দলগুলোর যৌথ আন্দোলন বিশেষ করে শ্রমিক-কৃষক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ লড়াইয়ে সাধারণ মানুষের মধ্যে গণ আন্দোলনের চেতনা গড়ে উঠেছিল। জেলার জনগণের দাবি সংসদের ভেতরে ও বাইরে জোরালো ভাবে তুলে ধরতে দলের পক্ষ শিলচর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। তিনি দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে আহ্বান জানান।

Author

Spread the News