রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ  হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৩ মার্চ : রন্ধন গ্যাস এলপিজির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার এসইউসিআই (কমিউনিস্ট) হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটি  বিক্ষোভ প্রদর্শন করে। জেলা সদরের এন এস রোডে এদিন বিকেল ৪টায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য সুশীল পাল ক্ষোভ  ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন বেদনাদায়ক বৃদ্ধির মধ্যে ভুগছে, কেন্দ্রীয় বিজেপি সরকারের নির্লজ্জ ও নির্মমভাবে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেই চলেছে। সারা দেশ যখন অর্থনৈতিকভাবে সংকটগ্রস্থ, ধারাবাহিকভাবে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েই চলছে এবং এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছে যার ভার বহন করতে হবে দেশের জনসাধারণকেই। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হতে বৃহত্তর গণআন্দোলনের ডাক দিয়ে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রভাষচন্দ্র সরকার, শিবানী গোয়ালা, আফজল হোসেন মজুমদার, অসম রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য, চম্পা সরকার প্রমুখ।

Author

Spread the News