মানকাচারে রাস্তা নির্মাণ ও স্থায়ী বন্যা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ এসইউসিআইর
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাস্তা নির্মাণ ও স্থায়ী বন্যা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই দক্ষিণ শালমারা-মানকাচার জেলা কমিটি। সোমবার জেলা সদর হাটশিংমারীতে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মকর্তারা। এইচ-এম সড়ক পুনর্নির্মাণ ও বরলুইত নদীর ভাঙ্গন রোধের ব্যবস্থা দু’টি দাবিতে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়।
এ দিন দক্ষিণ শালমারা-মানকাচার জেলা কমিটি দুপুর দেড়টার দিকে রাস্তা নির্মাণ ও স্থায়ী বন্যা প্রতিরোধের দাবিতে গণবিক্ষোভ করে। হাটশিংমারী ও মানকাচরের মধ্যবর্তী এইচএম সড়কটি দীর্ঘদিন যাবৎ বিধ্বস্ত হয়ে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সড়কটি জেলাবাসীর জীবন রেখা। জরাজীর্ণ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। এ দিন
বিক্ষোভ চলাকালীন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে জেলা আয়ুক্ত কার্যালয় চত্বর কাঁপিয়ে তুলেন এসইউসিআই কর্মীরা।