হাইলাকান্দিতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল এসইউসিআই

হাইলাকান্দিতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল এসইউসিআই

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে হাইলাকান্দি জেলার কাটলিছড়া সহ হাইলাকান্দি সার্কলের ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল এসইউসিআই (সি) হাইলাকান্দি জেলা কমিটি। শুক্রবার দলের হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির থেকে প্রতিনিধিরা হাইলাকান্দি সার্কল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ দুর্দশার সুনির্দিষ্ট বিবরণ করে তুলে ধরেন। দলের পক্ষ থেকে সার্কল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে বলা হয় যে প্রত্যেক ঘরের টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে। টিনের উপর বড় বড় ফুটো। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, এমতাবস্থায় ভুক্তভোগী মানুষেরা অঝোর বৃষ্টির মধ্যে ভিজছেন। মায়েরা কোলের শিশুকে বজ্র বিদ্যুৎ ও অতি বর্ষণের হাত থেকে রক্ষা করতে পারছেন না। ভুক্তভোগীরা অভাবনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিনযাপন করছেন।

গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয় যে জনগণের এই দুঃসময়ে সরকার তথা প্রশাসনের যে যুদ্ধকালীন তৎপরতার প্রয়োজন ছিল তা মোটেই পরিলক্ষিত হয়নি। তাই দ্রুত সার্ভের কাজ সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য জোরালো দাবি জানানো হয়। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগী একটি পরিবারও যাতে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়। কৃষকদের বিনষ্ট ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

হাইলাকান্দিতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল এসইউসিআই

স্মারকপত্র প্রদানের কার্যসূচীতে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল সুদীপ দেব, রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য, হাইলাকান্দি জেলার প্রবীণ সদস্য সুশীল পাল।

সার্কল অফিসার উত্থাপিত দাবি গুলো পূরণ করার জন্য আশ্বাস দেন এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের  সার্কেল অফিসে এসে ক্ষতিপূরণ চেয়ে আবেদনপত্র জমা করার আহ্বান জানান।

Author

Spread the News