বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের সফল সমাপ্তি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) বার্ষিক ক্রিকেট মহোৎসবের সফল সমাপ্তি ঘটল। ন্যাচার পিওর মিডিয়া ক্রিকেটে খেতাব জিতে নিল খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স। রানার্স হয়েছে রুবিকা প্রেস ফাইটার্স। ফাইনাল ম্যাচটা মিডিয়া চ্যালেঞ্জার্স জিতল ৬ উইকেটে। ব্যাটিং
বেছে নিয়ে বিশেষ সুবিধে করতে পারেনি রুবিকা। ১৯.৫ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায় তারা। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে

ন্যাচার পিওর খেতাব দখল খুশি মিডিয়ার, রানার্স রুবিকা প্রেস

মিডিয়া চ্যালেঞ্জার্স ৯৫ রান তুলে নেয়। এদিন রুবিকা প্রেস ফাইটার্সের শুরুটা খুব খারাপ হয়। ২৬ রানের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। এরপরও চাপের মুখে কিছুটা লড়েছেন বাপন গোস্বামী (১৫ বলে ১৩), রাজু নাথ (৩০ বলে ১৮) ও বিমান সিনহা (২৬ বলে অপরাজিত ২১)। অতিরিক্ত ২০। ভাল বোলিং করেন মিডিয়া চ্যালেঞ্জার্সের শিবানন্দ সিং। ১৫ রানে ৩ উইকেট পান। দুটি করে পেয়েছেন খয়রুল আলম চৌধুরী ও শিবাশিস ভট্টাচার্য। হুমায়ুন কবীর জসিম, কৌশিক দাস ও মনোজ রায় একটি করে উইকেট পেয়েছেন।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের সফল সমাপ্তি

জবাবে মিডিয়া চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক শুভ্রাংশু পাল দুরন্ত শুরু করেন। পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৩৫ রান করেন তিনি। ১৬ বলে অপরাজিত ১৭ রান করেন এসএম জাহির আবাস। ৪০ বলে ১৬ রান করেন শিবানন্দ। অতিরিক্ত ২২। বল হাতে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন রুবিকা প্রেস ফাইযার্সের রাজু নাথ। তাপস নাথ ও বিমান সিনহা একটি করে পান। চ্যাম্পিয়ন দলের শিবানন্দ হয়েছেন ফাইনালের সেরা ক্রিকেটার। চিত্তরঞ্জন দাস স্মৃতি সুপার এন্টারটেনার সহ ললিত মোহন রায় মেমোরিয়াল সুপার সিক্সার পুরস্কার পেয়েছেন শুভ্রাংশু। ম্যান অব দ্য মোমেন্টের পুরস্কার গিয়েছে জাহির আব্বাসের দখলে। সত্যরঞ্জন দত্ত স্মৃতি ম্যান অব দ্যা টুর্নামেন্ট সহ বেস্ট বোলার হয়েছেন বিমান। রুহুল আমিন লস্কর স্মৃতি বেস্ট ব্যাটার অব দ্যা টুর্নামেন্ট এবং সুদর্শন গুপ্ত স্মৃতি মোস্ট এন্টারটেনার প্লেয়ারের পুরস্কার পেয়েছেন অরুণাচল এসএস নিউজ রকার্সের নিরূপম দাস। আসরের সেরা উইকেটরক্ষক হয়েছেন রুবিকার সত্যজিৎ শুক্রবৈদ্য। চারুবালা দে-কার্তিক চন্দ্র দে স্মৃতি বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নমেন্ট পুরস্কার পেয়েছেন অরুণাচলের অমলাভ দাশ। হীরালাল শর্মা স্মৃতি ফেয়ার প্লে টিম অব দ্যা টুর্নামেন্টের সম্মান পেয়েছে এবি কালোয়ার খবর হিরোজ।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের সফল সমাপ্তি

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য অতিথি  শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বাকসের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি বাকসের পাশে থাকার অঙ্গীকার করেন। জেলার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ডিএসএকে যে ১০ কোটি টাকা দিয়েছেন তার প্রথম কিস্তির ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে বলে জানান। প্রথম দফা কাজের শেষে বাকি টাকা প্রদান করা হবে বলে জানান দীপায়ন চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বাকসের দুই উপদেষ্টা নিলয় পাল, রুদ্র নারায়ণ গুপ্ত।

শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন টুর্নামেন্ট আহবায়ক দীজেন্দ্রলাল দাস। পরে মুখ্য অতিথি সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যান্য কর্মকর্তারা দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, দেবজ্যোতি স্বামী, দেবাশিস স্বামী, বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব বিশ্বনাথ হাজাম, প্রাক্তন সভাপতি রিতেন ভট্টাচার্য, তিন প্রাক্তন সচিব তাজ উদ্দিন, দেবাশিস সোম ও দ্বিজেন্দ্র লাল দাস, কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, প্রাক্তন ফিফা সহকারী রেফারি মৃণালকান্তি রায়, ধলাই মাতৃভূমি ক্লাবের সভাপতি সীতাংশু দাস, ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, সুজন দত্ত, নীলাভ মজুমদার, মিজানুর রহমান লস্কর, কৃষ্ণেন্দু পাল পুরকায়স্থ, রসরাজ দাস, বিকাশ চক্রবর্তী, শংকরী চৌধুরী, দীপু দে, অজয় চক্রবর্তী, মৌমিতা গুপ্ত, স্মিথ শর্মা, হিতব্রত ভট্টাচার্য, অনির্বাণজ্যোতি গুপ্ত,  অভিজিৎ দেব, যীশু শুক্রবৈদ্য, সঞ্জীব সিং, কিংকর দাস, ইকবাল বাহার লম্বর প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাকসের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।

Author

Spread the News