বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে অপসারণ এবং সকল অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি বলেন, দীর্ঘ ৭৮ দিন ধরে তেজপুর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে গেলেও কেন্দ্রীয় ও রাজ্য সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি সরকারের কাছে দৃঢ়ভাবে দাবি জানান যে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নিয়ে শৈক্ষিক পরিবেশ পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে।


