কালবৈশাখী ঝড় ও জমাজলে বিধ্বস্ত শহরতলীর দেবগ্রাম
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শিলচর সংলগ্ন চিরুকান্দি কালীবাড়ি রোডের বৃহত্তর দেবগ্রাম এলাকা। বৃষ্টির জমাজলে যখন জলবন্দী গোটা এলাকা তখন গত রাতের কালবৈশাখী ঝড় বিপর্যয় এনে দিয়েছে স্থানীয়দের দৈনন্দিন জীবনেও। ঝড়ের মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে শিলচর শহরতলীর বৃহত্তর এই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কয়েক বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি এলাকার জনগণ। ঝড় ও জমাজলে পরিস্থিতি এলাকাটির চিত্রই পুরো পাল্টে দিয়েছে।
ঝড়ে গোটা দেবগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী। ঝড়ের তাণ্ডবে রেহাই পায়নি গবাদি পশুও। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা এলাকার জনগণ। সবকিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কাছে সরকারি সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী দ্বিজেন্দ্র দাস, মণীন্দ্র দাস, সুপার্তন দাস, রাকেশ দাস, বামাচরণ তালুকদার, অনিল দাস, রথীকান্ত দাস, সবিতা দাস, শ্ররু দাস, উপেন্দ্র দাস, ভানু দাস সহ অন্যান্যরা।