মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মঙ্গলবার ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় চত্বর। কলেজের অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পড়ুয়াদের অভিযোগ, কলেজে মোট পাঁচজন শিক্ষক থাকলেও সম্প্রতি তিনজন শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস বন্ধ হয়ে পড়েছে। এতে পরীক্ষার মরশুমে তারা চরম দুর্ভোগে পড়েছেন। ছাত্রদের দাবি, শিক্ষকের অভাবে পড়াশোনা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে।
তাঁরা আরও জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত করিমগঞ্জ আইন কলেজে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় এবং প্রত্যেক পরীক্ষার সঙ্গে অ্যাসাইনমেন্টের নম্বরও যুক্ত থাকে। এসব নম্বর নির্ধারিত পোর্টালে অনলাইনে আপলোড করতে হয়। কিন্তু শিক্ষক সঙ্কটের কারণে সমস্ত প্রক্রিয়াই বিলম্বিত হচ্ছে। এদিন অধ্যক্ষকে ঘেরাও করে এসব প্রশ্নের জবাবদিহি চান ছাত্রছাত্রীরা, তবে সন্তোষজনক উত্তর মেলেনি বলেও অভিযোগ তাদের।
ছাত্র বিক্ষোভের খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কলেজে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। দ্রুত সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা।


