রাধামাধব কলেজে স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : রাধামাধব কলেজ স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর তথা কলেজের উপাধ্যক্ষ ড০ অসীমা রায়ের হাত ধরে বৃহস্পতিবার থেকে শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে আরম্ভ হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টার রাধামাধব কলেজের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে এদিন প্রায় দুই শতাধিক কলেজ পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

স্বাস্থ্য শিবিরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে কলেজের উপাধ্যক্ষ ড০ অসীমা রায় বলেন, প্রতিবছরের ন্যায় এবারও কলেজে যারা নতুন করে পা রেখেছে তাদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা। তিনি বলেন, ‘আমাদের আহ্বানে সাড়া দিয়ে ডাক্তাররা নবাগত ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ তুলে দিয়েছেন’। আগামীকালও শিবিরে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং সকল নবাগতদের স্বাস্থ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই শিবির চলবে।

উপাধ্যক্ষ অসীমা রায় জানান, এটা স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের প্রতি বছরের প্রোগ্রাম। তাছাড়াও এখানে ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপ পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা করা ছাড়াও বিভিন্ন ধরণের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা মূলক কার্য্যক্রম অনুষ্ঠিত হতে থাকে। এবছর এটা স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম অনুষ্ঠান, এধরণের প্রোগ্রাম আগামীদিনেও জারী থাকবে বলে জানান অসীমা। 

নবাগত কলেজ পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই প্রতি বছর স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ : উপাধ্যক্ষ অসীমা

উল্লেখ্য, এদিন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন দুই জন চিকিৎসক যথাক্রমে ডাঃ সৌরভ দাস ও ডাঃ অর্কজ্যোতি সাহা। শিবির পরিচালনা করতে সহযোগিতা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ড০ সুমিতা বসু, মণিপুরী বিভাগের অধ্যাপিকা প্রীতি শর্মা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড০ রুমা নাথ চৌধুরী, আইকিউএসির কো-অর্ডিনেটর ড০ সোনালি চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড০ বিধান বর্মণ প্রমুখ। 

Author

Spread the News