‘কা’ রাজ্যের বিভিন্ন জেলায় আসু ও এজেওয়াইসিপির তীব্র প্রতিবাদ
বরাক তরঙ্গ, ১১ মার্চ : সোমবার বিকেলে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ ‘কা’ কার্যকর হওয়ার পর অসমের বিভিন্ন প্রান্তে তীব্র প্রতিবাদ ও উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন জেলা সদরে ছাত্র সংগঠন আসু সহ অন্যান্য সংগঠন তীব্র প্রতিবাদ করছে। কোথাও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কা প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ করছেন। আবার কোথাও সড়ক অবরোধও করেছেন প্রতিবাদীরা।
দরং জেলায় সন্ধ্যা থেকে শুরু হয়েছে প্রতিবাদ। মঙ্গলদৈ আসু কর্মীরা প্রতিবাদ জানান। রাজপথে আইনের প্রতিলিপি দাহ করেন। পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন।
ধেমাজি জেলা ছাত্র সংস্থা এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন জারি করার বিরুদ্ধে পৃথক বিক্ষোভ করেছে।
সিএএ-র প্রতিবাদে সংস্থা ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে আইনের প্রতিলিপি পুড়িয়ে দেয়। এজেওয়াইসিপি ধেমাজি জেলা কমিটিও বিলের বিরোধিতা করেছে।
আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে নরেন্দ্র মোদি হুঁশিয়ার ল, অমিত শাহ হুঁশিয়ার, হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ার , বিজেপি সরকার গো ব্যাক, ‘কা’ ‘আমরা মানি না’ স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন। রাত সাড়ে ৮টার দিকে সংগঠনটি ধেমাজি তেমাথায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনের প্রতিকৃতি পোড়ায়।
এ দিকে, জখলাবন্ধায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এজেওয়াইসিপি) সোমবার রাতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ করেছে। রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি পোড়ায় পরিষদ। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।