স্বামী বিবেকানন্দ কলেজে ন্যাক ভিজিটকে কেন্দ্র করে জোর প্রস্তুতি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : পাথারকান্দি সুনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজে ন্যাক ভিজিটকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন কজেল কর্তৃপক্ষ। এতে সবার সহযোগিতা চাইলেন তাঁরা।আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজে ন্যাক ভিজিট হবে। শুক্রবার কলেজ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন ডেকে আগামী এই দু’দিন ন্যাক ভিজিটকে সাফল্যমণ্ডিত করে তুলতে স্থানীয় এলাকাবাসী, বাগান কর্তৃপক্ষ, কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ও উপস্থিতি সহ সবধরণের সহযোগিতা চাওয়া হয়েছে। শুরুতেই সাংবাদিকদের সম্মুখে কলেজের পরিকাঠামো উন্নয়ণ সহ সবধরণের তথ্য তুলে ধরে কলেজ অধ্যক্ষ সুভাষ সিনহা।

এই দীর্ঘ যাত্রা পথে নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে এই কলেজকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ায় শুরুতেই তিনি প্রত্যেকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি কলেজ অধ্যক্ষ থেকে শুরু করে কলেজ পরিচালন সমিতির সভানেত্রী শর্মিষ্ঠা খাজাঞ্চি সহ উপস্থিত বিভিন্ন বিভাগের অধ্যাপকরা এই কলেজের সার্বিক উন্নয়ণে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিশেষ অবদানের কথা স্বীকার করেন।

Author

Spread the News