জেলায় জাতীয় কৃমিনাশক দিবসের সুচনা করলেন এডিসি ড০ খালেদা
নিয়মিত হাত ধোয়ার উপর গুরুত্ব যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের___
ইকবাল লস্কর, শিলচর
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : জেলা পর্যায়ে জাতীয় কৃমিনাশক দিবসের সুচনা করলেন কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদ। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার ৭৯৫ নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে কৃমির ওষুধ অ্যালবেন্ডাজুল টেবলেট দিয়ে এর সুচনা করেন তিনি। এ সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। সভায় শিশুদের সামনে কৃমি প্রতিরোধে খাবার আগে এবং শৌচের পর নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া শৌচাগারে যাবার সময়ে পায়ে চটি বা ঘরে বাইরে একইভাবে চটি ব্যবহার করতে শিশুদের উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খালেদা সুলতানা আহমেদ বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যের জন্য সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের আরো যত্নশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, কৃমি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই সরকার বছরে দুবার কৃমিনাশক দিবস পালন করে। এই দিবসে সরকার বিনামূল্যে শিশুদের অ্যালবেন্ডাজুল বড়ি খাওয়ানোর কর্মসূচি হাতে নেয়া হয় যাতে কৃমি নির্মুল হয় এবং এর প্রতিরোধে সচেতনতা গড়ে উঠে। কৃমি শিশুদের পুষ্টি যেমন বিনাশ করে, তেমনি রক্তাপ্লতা রোগ বাড়িয়ে তুলে।
এদিন আয়োজক স্কুল প্রধান রাহুল দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে উপস্থিত অতিরিক্ত আয়ুক্ত ও জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএইচ এমের জেলা কম্যুনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ এমের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট ড. গুলবাহার রাজ, জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর, শিক্ষিকা রুমকি পাল, সুদীপ্তা আচার্যি প্রমুখ।