উত্তপ্ত পশ্চিম কার্বি, বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত, পুড়ল একাধিক বাইক

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকা পুলিশের উপর বিক্ষোভকারীরা পাথর ছোড়ে। পাথর নিক্ষেপের ফলে বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশকে শূন্যে গুলি চালাতে বাধ্য হতে হয়।

এলাকায় ফের শান্তি ফেরাতে মন্ত্রী ডাঃ রণোজ পেগু ও অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিং নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। সেই সময় বিক্ষোভকারীরা প্রথমে রাজপথে একাধিক বাইকে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি হাতে লাঠি ও পাথর নিয়ে একাংশ বিক্ষোভকারী পুলিশের দিকে তেড়ে যায়।
বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে এক মহিলা পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন পুলিশ আহত হন। আহত পুলিশদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপের পর পুলিশ গুলি চালায়। এতে কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছে বলে জানা গেছে।

একদিকে বিক্ষোভকারীদের পাথরবৃষ্টি, অন্যদিকে পুলিশের গুলিবর্ষণে খেরেনির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিং নিজে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন।
এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় সংবাদ সংগ্রহে থাকা কয়েকজন সাংবাদিকও আটকে পড়েন বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পশ্চিম কার্বি আংলং জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ দিকে, সোমবার রাতে খেরেনি এলাকার অধিকাংশ দোকানে লুটপাটের ঘটনা ঘটে। একাংশ দুষ্কৃতী দোকানপাট ভেঙে লুটপাট চালায়। বর্তমানে এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *