শিলচরে স্টেট রেঙ্কিং ফেন্সিং টুর্নামেন্ট ১-৩ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শুরু হচ্ছে তিনদিনের অসম রেঙ্কিং  ফেন্সিং প্রতিযোগিতা। বুধবার রামানুজ গুপ্ত মেমোরিয়াল স্কুলের সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কাছাড় জেলা ফেন্সিং অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তারা।

আসর বসছে ডনবস্কো স্কুলে, ১৭৫ -এর অধিক প্রতিযোগী অংশ নেবে_____

সংস্থার সচিব পূর্ণেন্দু দাস, সংগঠনের অন্যতম কর্মকর্তা দেবাশীষ সোম, চন্দন শর্মা, সদস্যা তথা কোচ সন্ধ্যা সিংহাকে পাশে বসিয়ে এসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন সংগঠনের সভাপতি রুদ্রনারায়ন গুপ্ত। তিনি বলেন, আগামী ১ থেকে ৩ ডিসেম্বর শিলচর রামনগরস্থিত ডনবস্কো স্কুলে বসছে স্টেট লেভেল এই টুর্নামেন্ট। সিনিয়র ও জুনিয়র বিভাগে ফেন্সিং ডিসিপ্লিনের তিনটি ইভেন্টে অনুষ্ঠিতব্য এই রেঙ্কিং প্রতিযোগীতায় কাছাড় জেলা ছাড়াও রাজ্যের নুন্যতম ১০টি জেলার প্রতিযোগীরা অংশ নেবে। প্রতিযোগিতায় ১৭৫ এর অধিক প্রতিযোগী অংশ নেবে বলে আশাবাদী তিনি। এটা এই খেলার এক ইতিবাচক দিক বলেও মন্তব্য করেন রুদ্রবাবু। বক্তব্যে পরিসরে তিনি বলেন, ফেন্সিং-এর তিন ডিসিপ্লিন যথাক্রমে ফোইল, ইপি ও সেভার। এই তিন ইভেন্টে একক ও দলগত সবকটিতেই খেলা হবে। ডনবস্কো স্কুল কর্তৃপক্ষ টুর্নামেন্ট আয়োজনস্থল প্রদানের পাশাপাশি খেলোয়াড়দের থাকা খাওয়ার ও জায়গা দিয়েছেন। এজন্য সংগঠনের তরফে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি। এছাড়াও ফেন্সিংকে ডনবস্কোও  নিজের স্কুলের মাধ্যমে প্রমোট করার অনুরোধ জানালেও সেটাতেও সায় দেন।

তাছাড়া আগামীতে সংস্থা নিজেদের স্তরে এক প্রতিযোগিতা আয়োজন করবেন বলেও জানান সভাপতি রুদ্রনারায়ন গুপ্ত। পাশাপাশি এই খেলার আরো প্রসারে নিজস্ব অ্যাকাডেমি গড়ার কথাও বলেন তিনি। উপস্থিত সংস্থার অন্যতম দুই সদস্য যথাক্রমে দেবাশীষ সোম ও চন্দন শর্মা ফেন্সিং খেলার সুদুর প্রসারী পরিকল্পনার কথা শোনান। এই খেলায় জেলা অনেক সাফল্য পেয়েছে। কবিতা দেবী ও সন্ধ্যা সিংহার মতো খেলোয়াড় এখন কোচের ভূমিকায় রয়েছেন। কাজেই ভবিষ্যতে জেলায় আরো অনেক খেলোয়াড় গড়ে উঠবে বলে আশাবাদী দেবাশীষ ও চন্দনবাবু। দেবাশিস সোম বলেন, প্রতিযোগিতার বহুল প্রচারে সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করে উভয়ে বলেন, প্রতিযোগিতার উদ্বোধন হবে ১ ডিসেম্বর সকাল ১১টায়। এতে মুখ্য  অতিথি হিসেবে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, কৌশিক রাই উপস্থিত থাকার কথা রয়েছে। এই দুজন ছাড়াও জেলার অনেক ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এই দুই সদস্যের আগে প্রাসঙ্গিক বক্তব্যে সংস্থার সচিব পুর্ণেন্দু দাস বলেন, এবারের এই প্রতিযোগিতা নিয়ে এটা তাদের তৃতীয় আয়োজন।  ফেন্সিং -র রাজ্য নিয়ামক সংস্থার নির্দেশে তারা এই রেঙ্কিং আসর আয়োজন করছেন। প্রতিযোগিতার বাস্তবায়নে রাজ্য কমিটি জাতীয় পর্যায়ে কোচ কাম রেফারি নিয়োগ করছে। ইতিমধ্যে জেলার লক্ষীপুর, ইটখলা, সোনাই, বিন্নাকান্দি এলাকায় অ্যাকাডেমির মাধ্যমে প্রশিক্ষণ চলছে। এর ব্যাপ্তিতে আরো কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News