কালাইন থেকে শুরু অক্ষয় চাল, পত্রক ও মন্দিরের ছবি ঘরে ঘরে পৌছানো অভিযান
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অযোধ্যা রামমন্দির থেকে আসা অক্ষয় চাল, পত্রক ও অযোধ্যার ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের ছবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অভিযান কালাইন থেকে শুরু হল। সোমবার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতির উদ্যোগে কালাইন বাজার কালীবাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অযোধ্যা রামমন্দির থেকে আসা অক্ষয় চাল, পত্রক ও শ্রীরামচন্দ্রের মন্দিরের ছবি প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার অভিযানের সূচনা হয়।
সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতি’র সভাপতি তথা বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা সভাপতি পরেশচন্দ্র পাল, ‘রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতি’র সম্পাদক তথা হিন্দু জাগরণ মঞ্চ পশ্চিম কাছাড় জেলা সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, ভিএইচপি শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী মিঠুন নাথ, রথিশ দাস, জেলা সহসভাপতি দ্বিজেন্দ্র দাস, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জেলা প্রচারক বাপ্পা দেব, সম্পর্ক প্রমুখ অমল দাস, বিজেপির ভূপেন্দ্র বৈষ্ণব প্রমুখ।
তাছাড়া উপস্থিত ছিলেন বজরং দল, মাতৃ শক্তি সহ বিবিধ সংগঠনের কর্মকর্তারা। এই অভিযান চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। এ দিন শুরুতে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা সভাপতি পরেশ চন্দ্র পালের পৌরহিত্যে বিবিধ সংগঠনের এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।