শ্রীগুরু রবিদাসজির জন্মজয়ন্তী পালন রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসজির ৬৪৮তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। বুধবার বিদ্যাসাগর সারণীতে আয়োজিত অনুষ্ঠানে শ্রীগুরু রবিদাসজির জন্মজয়ন্তী উপলক্ষে পূজা পার্বণ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেনবরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ ব্রজলাল রবিদাস, কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি গোপাল রবিদাস সহ অন্যান্যরা।
এদিন কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের তরফে রতীশচন্দ্র নাথ, নিখিলচন্দ্র দাস, রাণু দত্ত, বিশ্বজিৎ রায়, জগমোহন রবিদাস সহ কয়েকজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও দলিত সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার জগমোহন রবিদাস এবং গোপাল রবিদাস ও বীরাঙ্গনা পুরস্কার লীলাবতী রবিদাস হাতে তুলে দেন ব্রজলাল রবিদাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি রাজা রবিদাস, সম্পাদক দিলীপ রবিদাস, সহসম্পাদক রঘু রবিদাস, কোষাধ্যক্ষ কুণাল রবিদাস, প্রচার সচিব শম্ভু রবিদাস, গঙ্গা রবিদাস, রাম সিং রবিদাস, তঙ্কা রবিদাস, অন্ত রবিদাস, বিজয় রবিদাস প্রমুখ।

