কুড়িজন চোরকে আটক কাছাড় পুলিশের, উদ্ধার বিভিন্ন সামগ্রী

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কুড়িজন চোরকে আটক পুলিশ। এক বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। বাজেয়াপ্ত করা হল ই-রিকশা থেকে শুরু করে বহু মূল্যবান সামগ্রী।

বুধবার পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জন কুখ্যাত চোরকে আটক করে কাছাড় পুলিশ। তাদের কাছ থেকে পাম্প, মোবাইল ফোন, সিলিং ফ্যান, তামার তার, টিভি, ই-রিকশা সহ বেশকিছু সামগ্রী  উদ্ধার করে পুলিশ। আটক করা চোর হল বিপন উদ্দিন মজুমদার, রফিক উদ্দিন মজুমদার, আজিম উদ্দিন লস্কর, রানা মিয়া, বিনোদ দাস, রিপন দাস, দুলু উদ্দিন খান, বিশাল সাহা, রনি রায়, কৃষ্ণা মণ্ডি দাস, বাপ্পন লস্কর, বিষ্ণু নুনিয়া, বিজয় দাস, তাপস দাস, আমিন উদ্দিন বড়লস্কর, ঈশাদ আলি, সালে আহমেদ বড়ভূইয়া, ইসলাম উদ্দিন বরভূইয়া, মনু লস্কর, জাকির হুসেন লস্কর। পুলিশ সুপার জানান চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কাছাড় পুলিশের।

কুড়িজন চোরকে আটক কাছাড় পুলিশের, উদ্ধার বিভিন্ন সামগ্রী

এ দিকে, এক চোর তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায়, সে বারবার বলে কোন চুরির সঙ্গে জড়িত নয়। রাত তিনটে নাগাদ তাকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়। কৌটা পূরণ করতে তাকে তুলে আনা হয় বলেও চিৎকার করে। বলে তার ছেলেমেয়েরা কী মুখ দেখাবে। তার এমন কথাবার্তায় পুলিশসুপার ধমক দিয়ে মুখ বন্ধ করান।

কুড়িজন চোরকে আটক কাছাড় পুলিশের, উদ্ধার বিভিন্ন সামগ্রী
কুড়িজন চোরকে আটক কাছাড় পুলিশের, উদ্ধার বিভিন্ন সামগ্রী

Author

Spread the News