মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় বিশেষ যজ্ঞ কালীগঞ্জে

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বারক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিনে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় শ্রীভূমিতে অনুষ্ঠিত হল এক বিশেষ যজ্ঞনুষ্ঠান। এই ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী বংশীদাস বাবার মন্দিরে। শ্রীভূমি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথের উদ্যোগে এবং বিজেপির জেলা ও স্থানীয় স্তরের একাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে এই যজ্ঞনুষ্ঠান সম্পন্ন হয়। নববর্ষের শুভলগ্নে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তাঁর নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হোক এই প্রার্থনাই করা হয়।
যজ্ঞনুষ্ঠান চলাকালীন বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি অসমের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও প্রার্থনা জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজেপি কর্মীরা বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য উন্নয়নের যে পথে এগিয়ে চলেছে, তা যেন আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হয়। এ প্রসঙ্গে আশিস নাথ জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম আজ উন্নয়নের নতুন দিশায় এগিয়ে যাচ্ছে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আমাদের সকলের দায়িত্ব। সেই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দল যেন অভূতপূর্ব ফলাফল অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই যজ্ঞনুষ্ঠানের আয়োজন।নববর্ষের দিনে আয়োজিত এই যজ্ঞনুষ্ঠানকে ঘিরে কালীগঞ্জ এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও এই অনুষ্ঠান ঘিরে দেখা যায় বিশেষ আগ্রহ ও উদ্দীপনা। বহু মানুষ এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

উল্লেখ্য, বংশীদাস বাবার মন্দিরটি শ্রীভূমি এলাকার একটি প্রাচীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। বছরের প্রথম দিনে এই মন্দিরে বিশেষ যজ্ঞনুষ্ঠানের আয়োজন হওয়ায় অনুষ্ঠানের তাৎপর্য আরও বৃদ্ধি পায়। সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনে শ্রীভূমিতে আয়োজিত এই যজ্ঞনুষ্ঠান রাজনৈতিক ও ধর্মীয় দুই ক্ষেত্রেই বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার পাশাপাশি রাজ্যের উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সাফল্যের লক্ষ্যে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *