বিশ্ব শান্তি কামনায় জড়েরবাজারের স্কুলে বিশেষ প্রার্থনা সভা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : বিশ্ব শান্তি কামনায় জড়েরবাজার ফখরুদ্দিন আলি আহমেদ মেমোরিয়াল স্কুলে আয়োজন করা হয় এক প্রার্থনা সভা। এতে উপস্থিত হয়ে বিশেষ মোনাজাত করলেন উত্তরপূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্কর। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের পৌরহিত্যে সোমবার বিকাল ২টায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মা
মওলানা সারিমুল হক লস্কর বলেন, বর্তমান গর্হিত রাজনীতি সমাজকে গ্রাস করে ফেলছে। সমাজে বিভাজন সৃষ্টি করে কিছু স্বার্থান্বেষীরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন। তারা সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। সমাজ সচেতন ব্যক্তিরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামলপ্রসাদ চৌধুরী। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। জাত ভেদাভেদ না করে আমরা সবাই মানুষ এই কথাকে সামনে রেখে কর্মপ্রয়াস চালাতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা এবাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন চৌধুরী, জড়েরবাজার এমই স্কুলের প্রধান শিক্ষিকা মাধবী দাস ও আয়োজক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিলাল আহমেদ চৌধুরী।
সভার শুরুতে অতিথি বরণ করেন স্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম, তাহমিনা ফেরদৌস চৌধুরী। সম্মাননা পড়ে শোনানোর পর প্রধান অতিথি মওলানা সারিমুল হক লস্করের হাতে তুলে দেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষে সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাকুর রহমান চৌধুরী, বিজয় তালুকদার, শিক্ষিকা মনিরা আফরুজ চৌধুরী ও খালিদা বেগম। বিশেষ মোনাজাতের পর সভাপতির ধন্যবাদসূচক বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।